সংসদে অপরেশন সিঁদুর নিয়ে প্রশ্ন আক্রমণ কংগ্রেসের

এক সপ্তাহ অচলাবস্থার পর কংগ্রেসের প্রশ্নবাণে জেরবার শাসক শিবির !

আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লি, ভারত, ২৮/০৭/২০২৫ : প্রায় এক সপ্তাহ অচলাবস্থার পর সংসদ আজ সচল হতেই বিরোধীরা অপারেশন সিঁদুরের নিয়ে বাছা বাছা প্রশ্ন ছুঁড়ে দিলেন শাসক শিবিরের দিকে, খুব সন্তর্পনে সেই সব প্রশ্নকে ঠুকে খেলতে শুরু করলেন বিজেপি সাংসদরা।
কংগ্রেস নেতা ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম আজ প্রথমেই শাসক দলের উদ্দেশ্যে প্রশ্ন করেন, “পাহেলগাঁও হত্যাকাণ্ডে যারা নির্মমভাবে মানুষকে হত্যা করল, তারা কি পাকিস্তান থেকেই এসেছিল ? তাঁরা কোথায় ? তাঁরা কি ফের পাকিস্তানেই চলে গেল ? নাকি অন্য কোথাও ? আমরা তাদের ধরতে পারলাম না কেন ? অন্ততপক্ষে তাঁদের চিহ্নিত করতে পারলাম না কেন ? তারা কারা ? তাঁরা কতজন ছিল ? অপারেশন শেষে তারা কোথায় গেল ? এতখানি ইন্টেলিজেন্স ব্যর্থতার দায় কার ?”
চিদাম্বরম আরও বলেন, “২০০৮ সালে আমি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে ছিলেন, সেই সময় মুম্বাই হামলার পর সমস্ত প্রেসকে ডেকে গোটা ঘটনার কথা জানিয়েছিলাম। অথচ পহেলগাঁও হত্যাকাণ্ডের ঘটনার পর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে সেভাবে কোনো বিবৃতি আমরা পাইনি কেন ?”
চিদাম্বরম প্রশ্ন করেন, “যদি পাহেলগাওয়ের জঙ্গীরা পাকিস্তান থেকেই এসে থাকে,তাহলে বিএসএফ তাদের আটকায়নি কেন ? তাহলে তারা বর্ডার পেরিয়ে এল কিভাবে ? বর্ডার পার করে তারা গেলই বা কিভাবে ? তাদের তো নিশ্চয়ই এয়ার ড্রপ বা এয়ার লিফট করে হয় নি !”
উত্তর পর্বে শাসক দল নিশ্চয়ই চিদম্বরমের প্রশ্নের উত্তর দেবে। তবে বিজেপি সংসদ অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, “কংগ্রেস নেতারা শত্রু দেশ পাকিস্তানের আইনজীবীদের ভাষায় কথা বলছেন। দেশের সন্মানকে ভূলুণ্ঠিত করার চেষ্টা করছেন।
বিজেপির বক্তব্য অবশ্য মন্তেভরাজি নয় কংগ্রেস শিবির। তাঁদের বক্তব্য, “অতশত জানতে চাই না, আমরা শুধু জানতে চাই যারা পাহেলগাঁওতে আমাদের ২৬ জন বোনকে বিধবা করে দিল, তারা কোথায় ? আমাদের দেশ তাদেরকেই ধরতে পারল না, আবার তারপরে অপারেশন সিঁদুর চালানোর মত কোনো নৈতিক অধিকার তাদের থাকতে পারে ? আমাদের ব্যর্থ সরকার অপারেশন সিঁদুরের পর তো আমেরিকার কাছেই সারেন্ডার করে বসল !”

Loading

Leave a Comment