রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তির থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

ক্রমেই দুষ্কৃতীদের আখড়া  হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা 

আজ খবর (বাংলা),  [রাজ্য] ফারাক্কা, মুর্শিদাবাদ, ১৫/০৯/২০২৫ : পাচার করার আগেই  পুলিশের জালে এক দুষ্কৃতী, উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। 

মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হল একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র।   

পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রবিউল সেখ ( ৩৭), বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়।গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার থানার পুলিশ ফরাক্কার জয়রামপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রবিউল সেখকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত রবিউলের আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল। কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় ঘোরাফেরা করছিল, কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কাকে বিক্রি করতো তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।


Loading

Leave a Comment