রাজ্যের মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই এসআইআর-এর জুজু দেখাচ্ছে তৃণমূল : সুকান্ত 

BLO দের  নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনেরই 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/১১/২০২৫ :  তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মূল সমস্যা থেকে অন্যদিকে চালিত করতে চাইছে সাধারণ মানুষকে, বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। 

সুকান্ত মজুমদার বলেন, “তৃণমূল মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। তৃণমূল চাইছে মানুষ এখন এসআইআর নিয়ে ব্যস্ত থাকুক। কিন্তু এটাই তো আর রাজ্যের আসল সমস্যা নয়, পশ্চিমবঙ্গের মূল সমস্যা হলো বেরোজগার  বা বেকারত্ব। এছাড়া রাজ্যের আর এক সমস্যা হলো মহিলাদের সাথে অপরাধ। এই দুই মূল সমস্যা থেকে নজর ঘোরাতেই তৃণমূল এসআইআর নিয়ে শঙ্কা আশংকার কথা শোনাচ্ছে সাধারণ মানুষকে।”

সুকান্ত মজুমদার এদিন বলেন, “রাজ্যের আসল সমস্যা অল পশ্চিমবঙ্গ বেকার ও বেরোজগার হয়ে পড়েছে। এখানে মহিলাদের ধর্ষণ করা হয়. সেইসব সমস্যা থেকে নজর ঘোরাতেই তৃণমূল সরকার এসআইআর নিয়ে জূজূ দেখাতে চাইছে রাজ্যবাসীকে। 

রাজ্যে বিএলওদের নির্বিঘ্নে কাজ করা নিয়ে সুকান্তবাবু বলেন, ব্লক লেভেল অফিসারদের নিরাপত্তা দেওয়ার কাজ নির্বাচন কমিশনের। এই রাজ্যের বিএলওদের  নিরাপত্তা তাই নির্বাচন কমিশনেরই সুনিশ্চিত করা উচিত। তাঁদের যাতে চাপের মুখে কাজ করতে না হয়, সেটা দেখা উচিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরই।


Loading

Leave a Comment