রাজভবনের অনেক আগেই কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ 

তৃণমূলের মত  কংগ্রেসও ভাষা ইস্যু নিয়ে রাজপথে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৮/২০২৫ :  ভাষা ইস্যুতেই মিছিল কংগ্রেসের, রাজভবনে যাওয়ার অনেক আগেই আটকালো পুলিশ। পুলিশের সাথে বচসা কংগ্রেস নেতাকর্মীদের। 

দেশের বিজেপি চালিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, তাদেরকে পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ইস্যু তুলে ধরে আজ কলকাতার রাজপথে নামলেন কংগ্রেস নেতা কর্মীরা।  আজ কংগ্রেস নেতা কর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোতে থাকলে উলিস তাঁদেরকে আটকে দেয়।

কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভাষা ইস্যুতে তারা মিছিল নিয়ে রাজভবনে যাবে এবং সেখানে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন জমা দেবে। কিন্তু রাজভবনের অনেক আগেই নিউ মার্কেটের কাছে কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ। মিছিল নিয়ে রাজভবনে যাওয়ার কোনো অনুমতি নেই বলে নিউ মার্কেটের কাছে ব্যারিকেড করে কংগ্রেসের মিছিল আটকে দিয়েছে পুলিশ। মিছিল আটকে দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা জুড়ে দেন কংগ্রেস নেতারা। একটা সময় সেই বচসা ধ্বস্তাধস্তিতে পরিণত হয়। বেশ কিছু কংগ্রেস নেতাকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।  এই নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ায় কলকাতার ধর্মতলা অঞ্চলে। 


Loading

Leave a Comment