আর জি কর হাসপাতালে সেই ঘটনাস্থলে যেতে চান অভয়ার বাবা মা 

অভয়ার সমর্থনে নবান্ন অভিযান রুখতে মরিয়া প্রশাসন 

আজ খবর (বাংলা),[রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৮/২০২৫ :  আগামীকাল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। নিবাণ অভিযানে আগামীকাল থাকবেন নির্যাতিতা অভয়ার বাবাও মা. 

আজ এক বছর পূর্ণ হল আর জি কর হাসপাতালে অভয়া কান্ডের এক বছর আগে ধ*র্ষিতা হয়ে খু ন হতে হয়েছিল পড়ুয়া চিকিৎসক অভয়াকে। একটা বছর কেটে গেলেও প্রকৃত অপরাধী বা অপরাধীরা ধরা পরে নি বলে অভিযোগ করেন অভয়ার বাবাও মা.  তাঁরা জানতে চান করা সেদিন তাঁদের মেয়ের ওপর এমন নির্যাতন করেছিলে যার জন্যে তাঁকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। আগামীকাল  সেই প্রশ্ন করতেই যবান অভিযানে অংশগ্রহণ করতে চলেছেন অভয়ার বাবা ও মা. 

এদিকে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে মনে করে আগামীকাল নবান্ন যাওয়ার সব রাস্তা বন্ধ থাকছে পুলিশ।  নবান্ন যাওয়ার সব রাস্তাতেই ব্যারিকেড বসানো হয়েছে। আশেপাশের বাড়িগুলি থেকে মিছিলের ওপর নজরদারি যাতে চালানো যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। হয়তো প্রস্তুত থাকবে জলকামান এবং কাঁদানে গ্যাসও. মিছিল রুখে দেওয়ার সবরকম ব্যবস্থায় থাকবে আগামীকাল।  তৈরি থাকবে RAF . তবু অভয়ার বাবা মা আগামীকাল মিছিলে পা মেলাতে চান. তাঁদের রক্তই প্রশ্ন কে মারল তাঁদের আদরের সন্তানকে? 

আগামীকাল অভয়ার বাবা মা আর জি কর হাসপাতালে যেখানে অভয়াকে মারা হয়েছিল সেই ঘটনাস্থলে একবার যেতে চান. এই কারনে তাঁরা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। সম্ভবত আজ হাইকোর্ট সেই আবেদনটি শুনবে। 


Loading

Leave a Comment