প্রতিবাদ জানাতে গিয়ে জ্ঞান হারালেন তৃণমূল সাংসদ মিতালি বাগ, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাহুল গান্ধী 

মিতালীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী ভারত, ১০/০৮/২০২৫ : আন্দোলন করতে গিয়ে হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মিতালি বাগ, সঙ্গে সঙ্গেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা।  মিতালি কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

বিহারে নির্বাচনমুখী SIR  এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচন চলার সময় ‘ভোট জালিয়াতি’র অভিযোগে আজ দিল্লীতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ প্রতিবাদ জানাচ্ছিল। সেই প্রতিবাদ জমায়েতে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শিবসেনার সঞ্জয় রাউত , সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শারদ পাওয়ার,  তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ, মিতালি বাগ  সহ অন্যান্য নেতা নেত্রীরা। 

প্রতিবাদ চলাকালীনই হঠাৎ জ্ঞান হারান তৃণমূল সাংসদ মিতালি বাগ।  সেই সময় তাঁকে ধরে ফেলেন অন্যান্যরা। বিষয়টি দেখতে পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্রুত মিতালিকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অভিযোগ উঠেছে, পুলিশের সাথে ধ্বস্তাধাস্তির সময়ে জ্ঞান হারিয়েছেন মিতালি

এদিন রাহুল গান্ধী বলেন, “বিরোধীদের লড়াই রাজনৈতিক নয়, এই লড়াই হল সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই এক মানুষ, এক ভোটের জন্যে। সত্য এখন দেশের সামনে। আমরা একটা বিশুদ্ধ ও পরিস্কার ভোটার তালিকা চাই।” প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “সরকার আমাদের আন্দোলনকে ভয় পেয়েছে। সরকার কাপুরুষ।  এদিন শিবসেনার সঞ্জয় রাউত, তৃণমূলের সাগরিকা ঘোষ সহ কয়েকজপন সাংসদকে আটক করেছে পুলিশ। তাঁদের আটক করে পার্লামেন্ট স্ট্রীট  থানায় নিয়ে যাওয়ার জন্যে একটি বাসে তোলা হয়েছে। ওই বাসেই অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।


Loading

Leave a Comment