দেব জানতে চাইছেন কেন ঘাটাল মাস্টার প্ল্যান এখনো সাফল্যের মুখ দেখল না

আজ খবর (বাংলা), [রাজ্য] ঘটাল, পশ্চিম মেদিনীপুর, ৩০/০৭/২০২৫ : প্রায় ছয় মাস পর জলমগ্ন ঘাটালে ফের একবার দর্শন দিলেন সংসদ তথা অভিনেতা দেব।
দীর্ঘদিন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে, ছিলেন বিদেশেও। তাই সম্ভবত ঘাটালে আসতে পারেন নি সুপারস্টার দেব। তবে ঘাটালবাসীর মনে আছে যে দেব তাদেরই ঘরের ছেলে এবং সে ঘাটালের মানুষের জল যন্ত্রণার কথা খুব ভালোভাবেই জানে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক টালবাহানা চলছে সেটাও খুব ভালো করে বোঝেন দেব। আর সেই কারণেই বোধ হয় তাঁর মনে হয়েছিল এই ঘাটাল সমস্যা তিনি মিটিয়ে ফেলতে পারবেন।
সেই কারণেই ভোটের আগে তিনি স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন, যে ঘাটালের জল সমস্যা মিটিয়ে ফেলতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সাফল্যের মুখ দেখে তার জন্য তিনি চেষ্টার ত্রুটি রাখবেন না। কিন্তু কি হল কে জানে ! মাস্টার প্ল্যান যে তিমিরে আটকে ছিল এখনও সেই তিমিরেই বোধ হয় আটকে রয়েছে। আজ সেটারই তদবির করতে প্রায় ৬ মাস পর তিনি ঘাটালে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে বুঝতে চাইছেন ঠিক কোন যায়গায় আটকে আছে তাঁর স্বপ্নের ঘাটালমাস্টার প্ল্যান।
রাজনীতি নিয়ে সেভাবে কোনো প্রশ্নের উত্তর দেন নি দেব তবে তাঁর সম্বন্ধে করা বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দেব বলেন “আমি ওঁকে শ্রদ্ধা করি”।
![]()