কি কারণে ধনকরের ইস্তফা তা কি আদৌ প্রকাশ্যে আসবে কখনো, কৌতূহল বোধ হয় থেকেই যাবে।

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ২৩/০৭/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সিনিয়র কিছু মন্ত্রীর হুমকির জেরেই গতকাল উপরাষ্ট্রপতিপদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর বলে দাবী করলেন তৃণমূল সংসদ কল্যাণ ব্যানার্জি।
গতকাল বিকেল পর্যন্ত ফুরফুরে মেজাজে কাজ চালিয়ে যাওয়ার পর হঠাৎ করেই সন্ধ্যেবেলায় শারীরিক অসুস্থতার কথা বলে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন জগদীপ ধনকর। তিনি তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। আর সেই ইস্তফাপত্র শুধু সঙ্গে সঙ্গে গৃহীতই হয় নি, সেই ইস্তফাপত্র প্রকাশ করে দেওয়া হয়েছে বাইরে। ইস্তফার বিষয়টি পুনর্বিবেচনার জন্যে কেউ জগদীপ ধনকরকে কোনো রকম প্রস্তাবও দেয় নি।
তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি আজ সাংবাদিকদের বলেন, “আমার মনে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সিনিয়র মন্ত্রীদের হুমকির জেরেই জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। মনে হয় হয় তাঁকে বলা হয়েছিল রাত্রি ৯টার মধ্যে ইস্তফা দিয়ে দিতে নতুবা তাঁর বিরুদ্ধে ইম্পিচমেন্টের মোশন দাখিল করা হতে পারে। উপরাষ্ট্রপতি পদ এবার সামলাতে পারেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং.” এই সবই কল্যাণ ব্যানার্জি মনে করছেন, তবে আসল বিষয়টি কিন্তু এখনো প্রকাশ্যে আসে নি।
এমন কি ঘটল যে কারনে জগদীপ ধনকর হঠাৎ করেই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। তিনি অবশ্য কিছুটা অসুস্থ ছিলেন, গত মার্চ মাসেও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তবু তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। গতকাল ভালোভাবেই তিনি কাজকর্ম সামলে যাচ্ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
![]()