মার খাবে পর্যটন

আজ খবর (বাংলা) [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ৩১/১০/২০২৫ : গতকাল থেকেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে রীতিমত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। চলছে অবিরাম বৃষ্টিপাত।
গতকাল থেকেই উত্তরবঙ্গ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। দার্জিলিং ও কালিম্পঙ পাহাড়ে প্রবল বর্ষণ হয়েছে। শিলিগুড়ি শহরে গতকাল থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধুপগুড়িতেও প্রবল বর্ষণ চলছে। এর ফলে পাহাড়ের নদীগুলি ফের রুদ্ররূপ ধারণ করে নিয়েছে। ব্যাপকভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে বালাসন নদীতে। দার্জিলিং পাহাড় থেকে পুরো জল নামছে এই বালাসন নদী দিয়ে। ফলে মহানানন্দা নদীতেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে।
ডুয়ার্স অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত চলছে। ওই অঞ্চলের নদীগুলি যেমন মাল, লিস, ঘিস, চেইল, ডায়না, জলঢাকা, তিস্তা নদীগুলিতেও একটানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে। প্রবল বর্ষণে গোটা ডুয়ার্স যেন থমকে রয়েছে। গাড়ি চলাচলও কমেছে।
প্রবল বর্ষণের কারনে পাহাড়ে ফের ধ্বস নামার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে মার খেতে পারে পৰ্যটনও। কারন এই সময়টা পাহাড়ে ভরা পর্যটন মরসুম। প্রায় প্রত্যেকটি হোটেলেই রয়েছেন প্রচুর পর্যটক। বছরের এই সময়টায় উত্তরবঙ্গে এভাবে বৃষ্টি হয় না, তবে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েই চলেছে। যার ফলে উত্তরবঙ্গের প্রায় সর্বত্র জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। খুব দরকার না থাকলে কেউ বাড়ির বাইরে বের হতে চাইছে না। শিলিগুড়ির মত ব্যস্ত শহরও যেন একেবারে জনশূন্য হয়ে রয়েছে।
ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে উত্তরবঙ্গের একটি বড় জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়ে চলেছে। তবে এই দুর্যোগ আগামী আরও কয়েকটা দিন চলতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঐ চার জেলা হল দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।
ঘূর্ণিঝড় মান্থা দুর্বল হয়ে পড়লেও তার ফের নতুন করে নিম্নচাপ তৈরি করার সুযোগ থেকে গিয়েছে। এর ফলে প্রবল বর্ষণে দুর্যোগ বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে এর সাথে সাথে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হচ্ছে, দুর্যোগ চলছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কিছুদিন ধরে দুর্যোগ চলতে থাকবে বলে মনে করা হচ্ছে।
![]()