পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সফরে রাষ্ট্রপতি 

কল্যাণী এবং দেওঘরের এইমস হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ৩০ জুলাই – ১ অগাস্ট ২০২৫, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সফর করবেন। 

৩০ জুলাই রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের কল্যাণীতে এইমস-এর প্রথম সমাবর্তন সমারোহে যোগ দেবেন। আজ  ৩০শে  জুলাই তাঁর কলকাতার দক্ষিনেশ্বর মন্দিরেও যাওয়ার কথা আছে। 

৩১ জুলাই ঝাড়খণ্ডের দেওঘরে এইমস-এর প্রথম সমাবর্তন উৎসবে যোগ দেবেন রাষ্ট্রপতি। 

১লা অগাস্ট ধানবাদে আইআইটি-র ইন্ডিয়ান স্কুল অফ মাইনস-এর ৪৫-তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। 


Loading

Leave a Comment