“পরিযায়ীদের নিয়ে গুজব ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়”, বললেন শুভেন্দু অধিকারী

মমতাকে মিথ্যাবাদী বলে বেলাগম আক্রমণ শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারী (বিজেপি)

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৯/০৭/২০২৫ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যাচার করছেন বলে বেলাগাম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এস আই আর নিয়ে গুজব ছড়াচ্ছেন এবং অপপ্রচার করছেন। তিনি দিবারাত্রি মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন। মানুষ তাঁর মিথ্যাচার ধরে ফেলেছে। মমতা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়েও মিথ্যা কথা বলছেন।”

শুভেন্দু অধিকারী এদিন শরণার্থী এবং অনুপ্রবেশকারী এই দুইয়ের পার্থক্য স্পষ্ট করে দিয়ে বলেন, “যে সংখ্যালঘু মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় নিতে চাইছে, তারা শরণার্থী। আর যারা মায়ানমার থেকে কক্সবাজারের ক্যাম্পে থেকে উন্মুক্ত সীমান্ত দেখে ভারতে ঢুকে পড়ে, তাদেরকে অনুপ্রবেশকারী বলে। শরণার্থীরা কখনোই অনুপ্রবেশকারী নন।”

শুভেন্দু বলেন “গুজব চ্যাম্পিয়ন মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে মিথ্যাচার করছেন। এমনকি একটি শ্রমিক পরিবারের শিশুকে নাকি দিল্লির পুলিশ মেরেছে বলে অভিযোগ করেছেন। এরপর গোটা ঘটনার তাডাঙ্গ করে সিসিটিভির ফুটেজ প্রকাশবকরে দেয় পুলিশ। যাতে পরিষ্কার বোঝা যায়, শিশুটিকে কেউই অত্যাচার করেনিi” এরপর একটি ভুয়ো ভোটার তালিকার খসরা দেখিয়ে শুভেন্দু বলেন, “এর সব ভুয়ো ভোটার। মমতা এদেরকে রাখতে চায়, আর নির্বাচন কমিশন এদেরকে কাটতে চায়।”
এদিন সাংবাদিক বৈঠকে মিডিয়ার একাংশকে পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Loading

Leave a Comment