নেহাত সৌজন্যমূলক সাক্ষাৎকার বলে মন্তব্য করেছেন কপিল

আজ খবর (বাংলা), [খেলা], চন্ডিগড়, পাঞ্জাব, ২/০৯/২০২৫ : পাঞ্জাবের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার সাথে সাক্ষাৎ অরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। তাঁর সাথে ছিলেন চন্ডিগড় ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় ট্যান্ডন। রাজ্যপালের সাথে তাঁর সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক বলে জানিয়েছেন কপিলদেব। বেশ কিছুক্ষন রাজ্যপালের সাথে সময় কাটিয়ে ফিরে আসেন তিনি।
ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন কপিলদেব। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান অনেক। তিনিই প্রথম ভারতকে ওয়ান ডে বিশ্বকাপ জিতিয়েছেন। তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতে ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে আপামর ভারতবাসী। চিরস্মরণীয় হয়ে থাকবে ১৯৮৩ সালের প্রুডেন্সিয়াল কাপ। প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে ম্যাচ ছিনিয়ে নিয়ে আসতে হয় তা ভারতবাসী ভাবতে শুরু করেছিল কপিলদেবের আমল থেকেই। ক্রিকেট খেলতে নেমে সবুজ মাঠে অসংখ্য রেকর্ড তাঁর রয়েছে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে কপিলদেব নামটাই যেন এক উজ্জ্বল ধ্রুবতারা।