পানিট্যাংকীতে ইন্দোনেশিয়ার ধৃত মহিলা জাল নথী ব্যবহার করে এক দশক বাস করছিলেন মুম্বইয়ে 

গোটা দেশে এই রকম কতজন বিদেশী অবৈধভাবে বসবাস করছেন তা দেখা দরকার 

আজ খবর (বাংলা), [দেশ], নকশালবাড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ : গতকালই ভারতীয় নথি জাল করে ভারতে ঢুকে গ্রেফতার হয়েছিলেন এক ইন্দোনেশীয় মহিলা,  আজ তিনি তাঁর মুম্বই  যোগসূত্রের কথা স্বীকার করে নিয়েছেন।

গতকাল পানিটাঙ্কি সীমান্তে সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করেছিল  এসএসবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ৪১তম ব্যাটেলিয়নের ‘সি’ কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম (BIT) পুরনো সেতুর কাছে, সীমান্ত খুঁটি নম্বর ৯০ এর ভারতীয় এলাকায় ওই মহিলাকে আটক করা হয়েছিল।

প্রাথমিকভাবে তিনি নিজেকে “নিনিওমান মুর্নি” নামে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করেছিলেন। কিন্তু জিজ্ঞাসাবাদের সময় তাঁর একাধিক জাল নথি ধরা পড়ে যায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্রও ছিল। পরে তিনি স্বীকার করেন যে, আসলে তাঁর নাম “নি কাদেক সিসিয়ানি”, তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা।

অভিযুক্ত মহিলা ইতিমধ্যেই স্বীকার করেছেন যে—

তিনি মুম্বইয়ে স্থানীয় দালালের মাধ্যমে ভুয়ো আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন।  শুধু তাই নয়, প্রায় এক দশক ধরে তিনি মুম্বইয়ে বসবাস করছিলেন ওই জাল নথি ব্যবহার করে। ইন্দোনেশিয়া, তুরস্ক, নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতের জন্য একাধিক ভুয়ো পরিচয় ব্যবহার করেছেন।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বিদেশি আইন, পাসপোর্ট আইন ও ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মহিলাকে আটক করে জাল নথি ও ডিজিটাল প্রমাণ উদ্ধার করা হয়েছে। সমস্ত প্রক্রিয়া শেষে তাঁকে চিকিৎসা পরীক্ষার পর খরিবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।


Loading

Leave a Comment