ভারতের খেলোয়াড়দের পরিশ্রম, পারফর্মেন্স আর দুর্দান্ত কৌশল এনে দিল এশিয়া সেরার মুকুট

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ২৯/০৯/২০২৫ : পাকিস্তানকে ফের একবার দুরমুশ করে ফুৎকারে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। একই টুর্নামেন্টে পাকিস্তানকে মোট তিনবার হারালো ভারত। সেই সঙ্গে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলো ভারতীয় ক্রিকেট দল।
আজ ছিল এশিয়া কাপের ফাইনাল। ফাইনালে উঠেছিল লীগ টেবিলে সর্বোচ্য পয়েন্ট পাওয়া ভারত, প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এই টুর্নামেন্টেই লীগের খেলায় দু’বার ভারত পাকিস্তানকে হেলায় হারিয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ফাইনাল ম্যাচেও। তবে ফাইনাল ম্যাচ ছিল টান টান উত্তেজনায় ভরা। আজকের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত টুর্নামেন্ট জিতে নেয়।
এদিন ফাইনাল ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করতে নেমে মোট ১৪৬ রান তোলে। নির্দিষ্ট ২০ ওভারের খেলায় ৫ বল বাকি থাকতেই পাকিস্তান অল আউট হয়ে যায়। এদিন পাকিস্তানের ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন, জামান ৩৫ বলে ৪৬ রান এবং আয়ুব ১১ বলে ১৪, রান করেন। এছাড়া আর কেউই দুই অংকের রান তোলেন নি. । ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান দল।
বল হাতে আজ ভারতের কুলদীপ যাদব চারটি উইকেট পেয়েছেন। এছাড়া বুমরা, বরুন চক্রবর্তী ও অক্ষর প্যাটেল তিনজনেই ২টি করে উইকেট পেয়েছেন। তিলক ভার্মা ও শিবম দুবে আজ আর কোনো উইকেট পান নি।
প্রচুর প্রত্যাশা নিয়ে খেলতে নেমে আজ অভিষেক শর্মা ৬ বলে ৫ রান করে আউট হয়ে যান। অধিনায়ক সূর্যকুমার যাদব ৫ বল খেলে ১ রান করে প্যাভিলিয়ানের পথ ধরেন। শুভমন গিলও ১০ বল খেলে ১২ রান করে আউট হয়ে যান। খুব অল্প সময়ের মধ্যে তিন মূল্যবান উইকেট খুইয়ে ভারতীয় শিবিরের তখন টলোমলো অবস্থা। এই সময় তিলক ভার্মা ও সন্জু স্যামসন হাল ধরেন। তিলক ৫৩ বল খেলে ৬৯ রান তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। যোগ্য সংগত করেন স্যামসং, তিনি ২১ বলে ২৪ রান তোলেন। ভারতের জয় সুনিশ্চিত করতে আরও একজনের ভূমিকা ছিল, তাঁর নাম শিবম দুবে, তিনি ২২ বলে মূল্যবান ৩৩ রান যোগ করে দেন। তবে জয়সূচক বাউন্ডারি হাঁকান রিঙ্কু সিং। তিনি আজ হার্দিক পাণ্ড্যিয়ার বদলে খেতে নেমেছিলেন।
ভারত পাকিস্তানকে ফাইনালে ৫ উইকেটে ফের একবার পরাজিত করে যোগ্য দল হিসেবে এশিয়াকাপ চ্যাম্পিয়ান হল.।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()