পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে গোপন বৈঠক সারলেন ট্রাম্প 

ফের আমেরিকা-পাকিস্তান আঁতাত ! ভাবাচ্ছে ভারতকে 

শাহবাজ শরীফ ও ডোনাল্ড ট্রাম্প 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র , ২৬/০৯/২০২৫ : গতকাল রাত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাকর্তা আসিফ মুনিরের সাথে গোপন বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে এই গোপন বৈঠকটি প্রায় এক ঘন্টা ধরে চলেছে।  .হঠাৎ কি নিয়ে পাকিস্তানের সাথে আমেরিকা এই জরুরি বৈঠক সারল  তা নিয়ে ধন্ধ  তৈরি হয়েছে।  ভারতের শত্রুদেশের সাথে এমন কি হঠাৎ দরকার পড়লো যাতে দুই দেশের শীর্ষ কর্তার নিজেদের মধ্যে রহস্যজনক বৈঠকে মিলিত হলেন, সেটাই ভাবাচ্ছে আন্তর্জাতিক মহলকে।  পাকিস্তানের মাধ্যমে আমেরিকা কি বড় কোনো পরিকল্পনা করেছে ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

পাকিস্তান ও আমেরিকার বৈঠক নিয়ে রহস্য তৈরি হয়েছে। আর এই রহস্য তৈরির পিছনে কিছু কারণও  আছে. প্রথমত এই বৈঠকটি হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। সেখানে অন্য কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। বোঝাই যাচ্ছে আলোচ্য বিষয়গুলি ছিল যথেষ্ট গোপনীয়। দুই রাষ্ট্রপ্রধান ছাড়া ঐ  বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। এখানেই রহস্য বেড়েছে। দুই দেশের গোপন বৈঠকে সেনা প্রধান কেন ? 

পাকিস্তানের সাথে আমেরিকার এই রহস্যজনক বৈঠকটি হয়েছে ওয়াশিংটনের ওভাল অফিসে।  সাধারণত আমেরিকা প্রটোকল অনুযায়ী দুই দেশের বৈঠকের  ছবি বা ভিডিও সাংবাদিকদের কাছে প্রকাশ করে। অথচ এই বৈঠকের কোনো ছবি বা ভিডিও এখনও  পর্যন্তপ্রকাশ করা হয় নি। সবকিছুই গোপন রাখা হয়েছে।  এমনকি পাকিস্তানের তরফ থেকেও গোটা বিষয়টি চরম ধোঁয়াশায় রাখা হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে রহস্য। এই দুই দেশের বৈঠককে রহস্যজনক বলা হয়েছে। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  

Loading

Leave a Comment