এই জঙ্গীদের বেশ কিছুদিন ধরেই খোঁজা হচ্ছিল, শেষ পর্যন্ত যে জায়গায় এদের খতম করা হল, সেখানে বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডোদেরকেই পাঠানো হয়েছিল। গোটাভেলাকা ভর্তি ক্রিভাসে

আজ খবর (বাংলা), [দেশ], হারোয়ান, জম্মু ও কাশ্মীর, ২৮/০৭/২০২৫ : এই মুহুর্তের সবচেয়ে বড় খবর যা পাওয়া যাচ্ছে, পহেলগাওতে যে তিন জঙ্গী হত্যাকাণ্ড চালিয়েছিল, সেই জঙ্গীদের আজ খতম করে দিয়েছে আর্মি জওয়ানরা। এই খবরের সত্যতা আজ সংসদে স্বীকার করে নিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
গত কয়েকদিন ধরেই কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল । কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনী এনকাউন্টার করতে থাকে তবে সবচেয়ে ভয়ালক অভিযান চলছিল জম্মু ও কাশ্মীরের হারোয়ানের কাছে লিদওয়াস অঞ্চলে। এখানে ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সাংঘাতিক অভিযান চালাচ্ছিল।
লিদওয়াস জায়গাটি ব্যাপক বন্ধুর এবং বিপদ সঙ্কুল এলাকা, মানুষের যাতায়াত খুবই কম। অরণ্য পথে ট্রেক রুট রয়েছে শুধুমাত্র। এখানেই বরফের মুকুট পড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে মহাদেব পর্বতের শৃঙ্গ। গোটা এলাকাতেই বরফ পড়ে। জায়গাটি আন্তর্জাতিক সীমানা থেকে খুব দূরে নয়। এখানে প্রাকৃতিকভাবেই রয়েছে বরফের অসংখ্য গুহা। সেই একটি গুহার মধ্যেই লুকিয়ে ছিল পাহেলগাও এর দুষ্কৃতীরা। প্রধানমন্ত্রী একবার বলেছিলেন, ঐ জঙ্গীরা যেখানেই থাকুক না কেন, তাদেরকে গর্ত থেকে টেনে বের করে নিকেশ করা হবে। ঠিক তাইই হয়েছে। গুহা থেকে টেনে বের করে এনে তাদের গুলি করে মারা হয়েছে।
অপারেশন সিঁদুরের পর এই অভিযানের নামে দেওয়া হয়েছে অপারেশন মহাদেব। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অসুরদের বোধ করে বদলা নিলো ভারত।
গত এক সপ্তাহ ধরে সংসদ অচল করে রেখে আজই প্রশ্নোত্তর পর্বে শাসক দলকে অপারেশন সিঁদুর অভিযান নিয়ে বিতর্কিত প্রশ্ন করে আজেহাল করে তুলেছিলেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম। কিন্তু সেই সময় কংগ্রেসের কেউই জানতেন না কি দূর্দান্ত উত্তর অপেক্ষা করে রয়েছে তাঁদের জন্যে। কংগ্রেস প্রশ্ন করেছিল পহেলগাও এর হত্যাকারীরা কোথায় ? তারই কঠিন উত্তর এন ডি এ শিবির দিয়ে দিলেন অপারেশন মহাদেবের মাধ্যমে। এই অপারেশনে প্যাহেলগাও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুলেমান ও তার দুই সাগরেদকে খতম করে দিয়েছে ইন্ডিয়ান আর্মি।
![]()