ওষুধ ডেলিভারি করতে গিয়ে কিভাবে পুকুরে পড়লো ওই যুবক, তা নিয়ে উঠছে প্রশ্ন !

আজ খবর (বাংলা), [রাজ্য], মহেশতলা,দাক্ষী ২৪ পরগনা, ১৮/০৯/২০২৫ : দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্ডলপাড়া একটি পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা যায় ওই যুবক দীর্ঘ পাঁচ বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করতো। সোমবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ ডেলিভারি করার জন্য। রাতে বাড়ি না ফেরায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ।এরপর তারা মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন।মঙ্গলবার বিকেলে আকড়ার পূর্ব মন্ডলপাড়ার একটি পরিত্যাক্ত পুকুর থেকে ওই যুবকের দেহ ভেসে থাকতে দেখে এলাকার লোকজন।
তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ । পুলিশ এসে ওই দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । এর পাশাপাশি পুলিশ সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।মৃত ওই যুবকের নাম রাজেশ ঘোষ বয়স আনুমানিক ২৮ বছর।
ওই যুবকের বাড়ি ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট গভর্নর কলোনির ব্লক A এলাকায়। কি কারনে এবং কিভাবে ঐ যুবকের মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় মৃত রাজেশর পরিবারের সঙ্গে দেখা করেন মহেশতলা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ১৬ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিষ দাস এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()