ওরা সীমান্তে হারে, খেলার মাঠেও হারে  : মনসুখ মাণ্ডব্য 

এশিয়া কাপে একবার নয়, দুবার নয়, তিনবার ভারত হারালো পাকিস্তানকে 

আজ খবর (বাংলা), [খেলা] নতুন দিল্লী, ভারত, ২৯/০৯/২০২৫ :  যেভাবে এশিয়া কাপে ভারত পাকিস্তানকে পরপর তিনবার হারিয়ে দিয়েছে এবং ফাইনালে তাদেরকে পর্যুদস্ত করে চ্যাম্পিয়ান হয়েছে তাকে খেলার ময়দানে ভারতীয় ক্রিকেট দলের অপারেশন সিঁদুরের সাথে তুলনা করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

ক্রীড়া মন্ত্রী মাণ্ডব্য এদিন টুইটার হ্যান্ডেলে লেখেন  “পাকিস্তান সীমান্তেও হারে , খেলার মাঠেও হারে।” ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেছেন, “ফাইনালে যেভাবে ভারতীয় দল প্রতিপক্ষ পাকিস্তানকে পর্যুদস্ত করে এশিয়া কাপ জিতে নিয়েছে, তাতে একজন ভারতীয় হিসেবে নিজেকে গর্বিত মনে হয়। ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন।  অলরাউন্ড পারফর্মেন্স দেখিয়ে এই ভারতীয় দলটি বরাবর বিজেতাই থেকে গেল। কেউই তাদের হারাতে পারলো না।  ভবিষ্যতেও দেশের জন্যে এই দলটা জিততে থাকুক, শভেচ্ছা রইল।”

একবার নয়, দু’বার নয়, এশিয়া কাপে পাকিস্তান ভারতের মুখোমুখি হয়েছে তিনবার। আর তিনবারই ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হার হয়েছে। তিনটি ম্যাচেই ভারত  রীতিমত দুরমুশ করে বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানকে এখন ভারতের যে ও আঞ্চলিক দলও হারিয়ে দিতে পারবে। 


Loading

Leave a Comment