পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর বাঙালি পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন কাশ্মীর থেকে, ফলে স্বভাবতই প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাশ্মীর পর্যটনে।

আজ খবর (বাংলা), [দেশ] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৭/২০২৫ : পর্যটন মরসুমে জম্মু ও কাশ্মীর রাজ্য পর্যটকে ভরা থাকছে বললেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পশ্চিমবঙ্গে এসেছিলেন পর্যটকের খোঁজেই। অপেক্ষাকৃত ফাঁকা কাশ্মীরকে পর্যটনে ভরাতে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বিরোধী জোট ইন্ডিয়ার সদস্য। তাই রাজনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকলেও মূলত এই রাজ্যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ছুটে এসেছিলেন পর্যটকের খোঁজেই। অবশ্য এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পর্যটন ছাড়াও অন্যান্য বিষয়গুলি নিয়ে পারস্পারি সহযোগিতার কথাবার্তাও হয়েছে দুজনের মধ্যে। মমতাকে জম্মু ও কাশ্মীর যাওয়ার জন্যে আমন্ত্রণও জানিয়ে গিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
ওমর আবদুল্লা বলেন, “আমি পর্যটকে ভরা কাশ্মীর উপত্যকা যেমন দেখেছি, তেমন ফাঁকা কাশ্মীরকেও দেখেছি। পর্যটকে ভরা ডাল লেক দেখেছি, আবার একেবারে ফাঁকা ডাল লেকও দেখেছি। তবে এই মুহূর্তে কাশ্মীর উপত্যকা ফাঁকা নেই. আপনারা মনে করবেন না, যে ফাঁকা কাশ্মীর নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। এই মুহূর্তে কাশ্মীরে অমরনাথ যাত্রীরা রয়েছেন, এছাড়াও আছেন বেশ কিছু পর্যটক। পহেলগাঁওয়ের কিছু জায়গা ছেড়ে ( যেখানে নিরাপত্তার কারণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে), সেই জায়গাগুলি ছাড়া কাশ্মীরের সর্বত্রই পর্যটকদের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমন করতে পারেন। ফের একবার আবিষ্কার করুন জম্মু ও কাশ্মীরকে।”
![]()