নৌশাদকে তোলা হচ্ছে ব্যাঙ্কশাল আদালতে 

ভোট নিয়ে নানারকম অঙ্ক কষতে  চাইছে আইএসএফ 

গতকাল গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়েছিলেন নৌশাদ সিদ্দিকী 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৮/২০২৫ :  গতকালই আটক করা হয়েছিল আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীকে, আজ তাঁকে আদালতে পেশ করা হল।. তাঁর মুক্তি চেয়ে আজ প্রচুর মানুষ আদালতের সামনে ভীড় করেছিলেন। 

গতকাল ধর্মতলার ধর্নামঞ্চ থেকে গ্রেপ্তার করা হয়েছিল নৌশাদ সিদ্দিকীকে। পুলিশ জানিয়েছিল গতকাল ধর্মতলায় সভা করার কোনো অনুমতি ছিল না আইএসএফ এর কাছে। আইএসএফএর পক্ষ থেকে বলা  হয়েছে পুলিশের অনুমতি না থাকলেও ধর্নামঞ্চ শান্তিপূর্ণ ছিল। তাঁরা বলেন, নৌশাদকে অকারণে গ্রেপ্তার করা হয়েছে। নৌশাদকে গ্রেপ্তার করে গতকাল জোড়াসাঁকো থানার লকআপে রাখা হয়েছিল। গতকাল নৌশাদ ছাড়া আর যে সব রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল তাঁদেরকে জোড়াসাঁকো, গিরিশ পার্ক ও হেয়ার স্ট্রিট থানার লক আপে রাখা হয়েছিল। 

গতকাল ধর্মতলা থেকে গ্রেপ্তারির সময় নৌশাদ সিদ্দিকী অভিযোগ করেছিলেন যে তিনি আক্রান্ত হয়েছিলেন, কেউ তাঁর পেটে ঘুঁষি চালিয়েছিল, যদিও তিনি তাঁকে শনাক্ত করতে পারেন নি। এরপর অসুস্থ হয়ে পড়লে নৌশাদকে পুলিশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। আজ নৌশাদকে গ্রেপ্তারির প্রতিবাদে আইএসএফএর  কর্মী সমর্থকেরা কলকাতার টালিগঞ্জ ও ভাঙ্গরে বিক্ষোভ প্রদর্শন করেন। জোড়াসাঁকো থানা থেকে বের করে নৌশাদ সিদ্দিকীকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করার কথা রয়েছে। সেই অনুযায়ী জোড়াসাঁকো থানার সামনে উপস্থিত হয়ে আইএসএফ কর্মীরা স্লোগান দিচ্ছেন। পুলিশের বিরাট একটি বাহিনী সেখানে রয়েছে। স্লোগান দেওয়া হচ্ছে ব্যাঙ্কশাল আদালত চত্বরেও।  সেখানেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনীকে। 


Loading

Leave a Comment