নকল এমব্যাসির পর উত্তরপ্রদেশে এবার নকল থানা !

আজ খবর (বাংলা), [দেশ], নয়ডা, উত্তরপ্রদেশ,১১/০৮/২০২৫ : গতকাল নয়ডায় চলা একটি বিরাট প্রতরণা চক্র ফাঁস হয়ে গিয়েছে। এখানে চলছিল একটি নকল আন্তর্জাতিক থানা। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৭০এ প্রায় দিন দশেক আগে একটি নকল আন্তর্জাতিক থানা এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো খোলা হয়েছিল। এখানে রীতিমত থানার কাজকর্ম করা হচ্ছিল। নকল ওই থানা চালাচ্ছিল এমন ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে এরা অবৈধভাবে পুলিশের লোগো, কলার ইত্যাদি ব্যবহার করছিল।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা সরকারি আধিকারিকদের সাথেও যোগাযোগ করে ফেলেছিল এবং একটি সমান্তরাল ব্যবস্থাও তৈরী করে ফেলেছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঐ নকল থানায় তল্লাশি অভিযান চালায় এবং ধৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং সরকারি সামগ্রী অবৈধভাবে ব্যবহারের মামলা রুজু করে। ধৃতেরা ভিজিটিং কার্ড, আইডেন্টিটি কার্ড, চেক বই ছাড়াও অন্যান্য নকল সরকারি সামগ্রী ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে ধৃতেরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মানুষ। এদের মধ্যে একজন এলএলবি, একজন এমবিএ এবং বাকি চারজন দ্বাদশ শ্রেণী পাস। এর আগে উত্তরপ্রদেশেরই গাজিয়াবাদে এসটিএফ এর তল্লাশিতে একটি নকল এমব্যাসি ধরা পড়েছিল। সেখানেও এক ব্যক্তি নিজেকে রাষ্ট্রদূত পরিচয় দিয়ে ভাড়া বাড়ি নিয়েই কাজ চালাচ্ছিল। সে এমনকি ডিপ্লোম্যাটিক নম্বর প্লেট ওলা গাড়িতেও চড়ছিল।আর এরপর উত্তরপ্রদেশে ধরা পড়লো ইন্টারপোলের নকল থানাও।
![]()