চাপের মুখে রাজ্যে আত্মহত্যার সংখ্যা বেড়েছে : কুনাল ঘোষ

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/১১/২০২৫ : তৃণমূল নেতা কুনাল ঘোষ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে বিজেপি তথা ‘এসআইআর’-এর তুমুল সমালোচনা করেছেন।
কুনাল ঘোষ অভিযোগ করে বলেছেন, “বিজেপি তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যেই নির্বাচন কমিশনকে অপব্যবহার করে চলেছে। এর ফলে প্রকৃত ভোটার এবং বিএলও-দের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। বিএলওদের অনেকেই এই চাপ আর নিতে পারছেন না। এসআইআর-এর কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে, তার জন্যে রাজ্যে বেশ কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রকৃত ভোটাররা রীতিমত আতঙ্কিত এবং বিএলওরাও চাপের মুখে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। এসব কি হচ্ছে ?”
কুনাল ঘোষ বলেন, “বিজেপি এই রাজ্যে নিজেদের উদ্দেশ্য পূরণের জন্যে যেভাবে এসআইআর করতে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তার প্রতিবাদ করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতাজিও । এর আগে ২০০১ সালের নির্বাচনের পর যখন এসআইআর করা হয়েছিল তখন তা করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। কিন্তু এবার খুব অল্প সময়ের মধ্যে যেভাবে এসআইআর করানো হচ্ছে, তাতে প্রচন্ড চাপ বেড়ে গিয়েছে, যে চাপ সহ্য করতে না পেরে প্রকৃত ভোটার থেকে বিএলওরা, অনেকেই ইতিমধ্যে আত্মহত্যাকরছেন।”
কুনাল ঘোষ আজ অভিযোগ করে সাংবাদিকদের বলেন, “বিজেপি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যে নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে। যেখানে তাদের সাংগঠনিক উপস্থিতিই নেই, সেখানে বাইরে থেকে কর্মী এনে BLA ২ হিসেবে কাজ করার অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন। কেন ? আসলে বাংলায় বিজেপির কোনো সংগঠনই নেই।”
![]()