নরেন্দ্র মোদী ৭৫

জন্মদিনের শুভেচ্ছা আসছে গোটা বিশ্ব থেকে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৯/২০২৫ :  আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম  জন্মদিন পালন করছে ভারতীয় জনতা পার্টি।  দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে মোদীর জন্মদিন, সেই উপলক্ষে কোথাও হচ্ছে বস্ত্র বিতরণ, কোথাও আবার রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। 

বিশ্বের অন্যতম জনপ্রীয়  জননেতা নরেন্দ্র মোদীর জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পৌঁছেছে মোদীর কাছে। বিভিন্ন রাজনৈতক দলের নেতা নেত্রীরাও শুভেচ্ছা জানিয়েছেন। মোদীর দীর্ঘ আয়ু কামনা করে বিভিন্ন জায়গায় যজ্ঞ করা হয়েছে।  দেশের বিগ শট ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা রজনীকান্ত বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাহরুখ খান, আমির খান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, আলিয়া ভাট  এবং অন্যান্যরা। পাঠিয়েছেন তাঁর শুভেছহা বার্তা। 

মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিশ্বের কূটনীতিতে তাঁর সাফল্যের প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। মায়ানমারের প্রেসিডেন্ট মিন আয়ুঙ শুভেচ্ছা জানিয়েছেন মোদীকে।  কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা পাঠিয়েছেন তাঁর শুভেচ্ছা বার্তা। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার তরফ থেকে মোদীর কাছে আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা।  

তাঁর ৭৫ বছরের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানাচ্ছে আজ খবর। 


আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment