নবান্ন অভিযান : বিজেপির ২ বিধায়ক ও ১ নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে পুলিশ

অভয়ার মা’কে প্রহার করা কি ঠিক সিদ্ধান্ত ছিল ? সমালোচনায় পুলিশ  

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৮/২০২৫ : নবান্ন অভিযানের দিন বিজেপি দাবী করেছিল প্রায় দেড়শো মানুষ পথে নেমে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছিলেন পুলিশের আক্রমনে। এবার পুলিশের তরফ থেকেও  দাবী করা হয়েছে যে সেদিন আন্দোলনকারীরা হামলা চালিয়েছিল পুলিশ কর্মীদের ওপর।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সেদিন এক বছর আগে মৃত্যু হওয়া  এক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর কারনে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে অভিযান করেছিল। সেই সময় তারা সরকারি কর্মীদের কাজে বাধা দেন করে, এবং সহিংস আন্দোলন করতে শুরু করে. সেই সময় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয়।  পুলিশের পক্ষ থেকে সেদিনের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কর্মীদের বাধা দান এবং সরকারি সম্পত্তি ভাংচুর করার অভিযোগ আনা হয়েছে। 

এই ঘটনায় বিজেপির দুজন বিধায়ক এবং এক নেতার বিরুদ্ধে মোট সত্যি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অশোক দিন্দা, অগ্নিমিত্রা পল এবং কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট সত্যি ধারায় অভিযোগ আনা হয়েছে। 


Loading

Leave a Comment