ফের এই রাজ্যকে দুষ্কৃতীরা আশ্রয়ের স্বর্গরাজ্য মনে করছে !

আজ খবর (বাংলা), [রাজ্য], ডোমকল, মুর্শিদাবাদ, ২৫/০৭/২০২৫ : এই রাজ্যে এসে আশ্রয় নেওয়া জামতারা গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকল থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুর্শিদাবাদের ডোমকল এলাকায় অভিযান চালিয়েছিল। তারপর আজ একটি বাড়িতে আশ্রয় নেওয়া তিন দুষ্কৃতীকে ধরে ফেলেছে পুলিশ। এই তিন দুষ্কৃতী বিহারের জামতারা গ্যাঙ্গের সাথে যুক্ত। এই গ্যাং গোটা দেশেই প্রতারণার নানারকম কাজ করে মানুষকে ঠকিয়ে সর্বশ্রান্ত করে দেয়. বিহারের জামতারা থেকে এই গ্যাং গোটা বিষয়গুলিকে অপারেট করে বলে জানা গিয়েছে।
ডোমকল থেকে ধৃতেরা ঠিক কি ধরনের প্রতারণার কাজ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলি ঠিককি সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে প্রচুর ভুয়া আইডি, প্যান কার্ড ও ভুয়া সিম কার্ড। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীদের মোবাইল ফোনগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হচ্ছে।
![]()