মুক্তির অপেক্ষায় বলিউডের ছবি 

আসছে বেশ কয়েকটি কমেডি ছবিও 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩১/১০/২০২৫ :  নভেম্বর মাসে বেশ কয়েকটি নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কমেডি ফিল্ম যেমন আছে তেমন একশন  মুভিও রয়েছে। যেমন মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দে দে পেয়ার দে ২’, ‘ধুরন্ধর’ ইত্যাদি। 

আগামী ৭ই নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘হক’  ছবিটি। এখানে একটি সত্য ঘটনা অবলম্বন করেই তৈরি করা হয়েছে ছবিটি। ৮০র দশকে মহম্মদ আহমেদ খান এবং শাহ বাণু বেগমের আইনি টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মূল চরিত্রে অভিনয় করছেন ইমরান হাসমি ও ইয়াম্মি গৌতম।

আগামী ১৪ই নভেম্বর মুক্তি পেতে চলেছে অজয় দেবগন ও রাকুল প্রীত অভিনীত দে দে পেয়ার দে ২ ছবিটি। এটি মূলত দে দে পেয়ার দে ছবির সিক্যুয়েল। আদ্যোপান্ত হাসির ছবি এটি। 

আরও একটি হাসির ছবি মুক্তি পেতে চলেছে ২১শে  নভেম্বর। ছবির নাম মস্তি ৪. এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রীতেশ  দেশমুখ,  বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি।   বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অদ্ভুত টানাপোড়েনে মোড়া  এই ছবিটি আদ্যপান্ত হাসির ছবি। 

আগামী ২১শে  নভেম্বর আরও একটি ছবি মুক্তিপেতে চলেছে, এই ছবির নাম ‘১২০ বাহাদুর’। ১২০ বাহাদুর ছবিটি গড়ে উঠেছে ভারত-চীন যুদ্ধের রেজাঙ লা চ্যাপ্টারটি নিয়ে। এখানে ১৩ নম্বর কুমায়ুন রেজিমেন্টকে দুর্ধষ্য নেতৃত্ব দিয়েছিলেন মেজর শয়তান সিং ভাট্টি । যিনি পরম বীর  চক্র উপাধি পেয়েছিলেন ভারত সরকারের থেকে।  সত্য ঘটনা বলম্বনে এই ছবিতে মেজর শয়তান সিং ভাট্টির চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। 

আগামী ২৮শে  নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘তেরে ইস্ক মে’।  এটি একটি লাভ স্টোরি।  অভিনয় করেছেন ধনুষ এবং কৃতি শ্যানন। শেষ দৃশ্য বিয়োগাত্মক এবং মৃত্যু দিয়ে সমাপ্ত হচ্ছে এই ছবির গল্প। 


Loading

Leave a Comment