ভিক্ষা চাই না, ন্যায্য প্রাপ্য চাই বলে আন্দোলনে চা শ্রমিকরা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ : মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের বোনাস আন্দোলন,।
বুধবারই জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে শ্রমিকদের পুজোর বোনাস ২০ শতাংশ প্রদান করা নিয়ে রাজ্যে সরকারের জারী করা এডভাইজারর কথা মঞ্চ থেকে স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় মঞ্চে উপস্থিত রাজ্যের মূখ্য সচিবকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকী করতে নির্দেশ দেন।
গতকালের এই ঘোষণার পরেই, বৃহস্পতিবার ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির পক্ষ থেকে কারখানা গেটে আয়োজিত এক সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি সন্মান জানিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বোনাস সংক্রান্ত চা বাগান শ্রমিকদের আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করার পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ হারে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুশিয়ারী দেয়।
এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির নাগেশ্বরী চা বাগান ইউনিটের এক সদস্য জানান, আমরা আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো অপেক্ষা করবো।
![]()