মালদার ঐ পরিবার কি পুলিশ ও রাজনৈতিক দলগুলির চেইপ পরে গিয়েছে ? এখন সেটাই দেখার

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : দিল্লীতে আক্রান্ত মালদার পরিবারকে নিয়েই দিল্লী পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস।
দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ‘দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অকারনে আক্রান্ত হতে হচ্ছে, এমনকি পুলিশও তাদের বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থা করছে। পুলিশি হেনস্থা থেকে বাঁচে নি মালদার এক শ্রমিক পরিবার, এমনকি তাদের ছোট্ট শিশুটির ওপরেও আক্রমন চালানো হয়েছে নৃশংসভাবে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ মানতে নারাজ দিল্লীর পুলিশ। তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবৃতি দেয় যে ঐ পরিবারের ওপর কোনো রকম আক্রমন করা হয় নি, এমন কোনো ঘটনাও ঘটে নি।দিল্লী পুলিশের ফুটেজ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা সাংবাদিক বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাগামহীন রাজনৈতিক আক্রমণ শুরু করে দেন।
আজ ঐ ঘটনায় মালদার সেই শ্রমিক পরিবারের তরফ থেকে দিল্লীর প্রগতি ময়দান থানায় দিল্লী পুলিশেরই বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ মালদার ঐ পরিযায়ী শ্রমিক পরিবারকে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করিয়ে আসেন। এর আগে সংবাদ মাধ্যমের সামনে ওই পরিবারের লোকজন এবং অন্যান্য শ্রমিকরা পুলিশি হেনস্থার কথা অস্বীকার করলেও আজ তাঁরা কিন্তু থানায় গিয়ে ডায়রি করে আসেন।
![]()