এভাবে নির্বিচারে ডলফিন হত্যা করলে গঙ্গায় আর এই প্রাণীটিকে খুঁজেও পাওয়া যাবে না

আজ খবর (বাংলা), [রাজ্য], মোথাবাড়ি, মালদহ,১০/০৯/২০২৫ : মালদহের মোথাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হল ডলফিনের তেল. একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বনদপ্তরের আধিকারিকরা তিন যার তেল উদ্ধার করেছেন।
গোপন সূত্রে খবর পেয়ে মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় শুকুল্লাপুর এলাকায়, সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে. সঙ্গে সঙ্গেই দুজনকে গ্রেফতার করে বনদপ্তর।
জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার করা হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি তাদের। গ্রেফতার করা দুইজনকে নিয়ে আসা হয় কানিমোড় ফরেস্টের রেঞ্জ অফিসে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা বাদের পর বনদপ্তর তাদের মালদা কোর্টে তোলে, এবং দুইজনের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে । ধৃতদের মধ্যে একজনের নাম ক্ষুদিরাম মন্ডল, বয়স ৫৬ বছর, আরেকজনের নাম সুজিত চৌধুরী বয়স ৪৬ বছর। এই ঘটনার জন্যে আরো তদন্ত শুরু করেছে বনদপ্তর।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের গঙ্গা, আসামের ব্রম্ভপুত্র, বাংলাদেশের মেঘনা, কর্ণফুলীয়া এইসব নদীগুলিতে রয়েছে গাঙ্গেয় ডলফিন। যদিও এদের বেশিরভাগেরই বাস ভারতের গঙ্গায়। প্রতি বছর মুর্শিদাবাদ ও মালদহ এলাকায় কিছু চোরা শিকারী প্রচুর পরিমাণে ডলফিন হত্যা করে, এমনকি ডলফিনের শাবকদেরও হত্যা করা হয়। তারপর এদের তেল নিংড়ে নেওয়া হয় এবং তা বাজারজাত করা হয়।
এই কারনে গঙ্গায় ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেও যাচ্ছে। ডলফিন একটি বিপন্নপ্রায় প্রাণী, তাকে এভাবে নির্বিচারে হত্যা করা আইন বিরুদ্ধ। তবে বর্তমানে এই অঞ্চলে বন দপ্তর যথেষ্ট তৎপর রয়েছে গাঙ্গেয় ডলফিনদের রক্ষা করার কাজে।