মালদহে জাল নোট সহ গ্রেপ্তার ২

কিভাবে এদের কাছে এলো ৫ লক্ষ্য টাকার জাল নোট ? ভাবাচ্ছে পুলিশকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদহ, ০৮/০৯/২০২৫ : ফের মালদায় বিপুল অংকের জালনোট উদ্ধার! এবার পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

পাঁচ লক্ষ টাকার জালনোট সহ পুলিশ গ্রেপ্তার করল দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম মজিবুর সেখ এবং অপরজনের নাম সুকমান সেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায়। এদিন তারা কালিয়াচকের মোজমপুর ব্রীজ সংলগ্ন শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। 

তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকা জাল নোট। যার সমস্তটাই পাঁচশো টাকার নোট। ধৃতরা বিপুল অংকের জালনোট  কোথায় পেল ? কোথায় পাচার করতে যাচ্ছিল ? এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে।


Loading

Leave a Comment