মহাকাশ গবেষণায় আরও এক ধাপ, নিসার যাচ্ছে মহাকাশে 

এই মহাকাশ যানের উপকার পাবে গোটা পৃথিবী, ফের চালকের আসনে ভারত 

আজ খবর (বাংলা), [দেশ] ব্যাঙ্গালোর, কর্ণাটক, ৩০/০৭/২০২৫ :   নাসার সাথে যৌথ উদ্যোগে প্রস্তুত ইসরোর ‘নিসার’ মহাকাশযান আজ ভারতের কর্ণাটকের শ্রীহরিকোটা  থেকে মহাকাশের উদ্দেশ্যে  নিক্ষেপ করা হবে। মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে ভারত।

নাসার সাথে হাত মিলিয়ে নিসার মহাকাশযানটি তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ‘ইসরো’। এই মহাকাশ যানের মূল কাজ হল মহাকাশ থেকে আরও ভালোভাবে পৃথিবীকে নিরীক্ষণ করা, পৃথিবীর ওপর নিবিড়ভাবে নজরদারি চালানো। তাতে করে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন জনিত যে কোনো পূর্বাভাস আরও নিখুঁতভাবে দেওয়া সম্ভব হবে। সেই নিখুঁত পূর্বাভাসের মাধ্যমে অনেক বেশি মানুষের প্রাণ যেমন বাঁচানো সম্ভব হবে, তেমনই পৃথিবীতে অন্যান্য ক্ষয়ক্ষতিও কমানো যাবে বলে মনে করা হচ্ছে। 

মহাকাশে পৌঁছেই কাজ শুরু করে দেবে নিসার মহাকাশযান। প্রত্যেক ৯৭ মিনিটে সে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করবে। এই মহাকাশযানের গবেষণার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ল না কমল,  তা সঠিকভাবে  জানা যাবে প্রতি ১২ দিন অন্তর। ভৌগলিক  বিশ্লেষণের দিক থেকে আরও নিখুঁতভাবে  কাজ করবে এই নিসার মহাকাশযান। আগামী ৫ বছর এই মহাকাশযানকে সক্রিয় অবস্থায় কাজে লাগানো হবে মহাকাশে। . 


Loading

Leave a Comment