চলতি শতকে ৮০০রও বেশি ভূমিকম্প বিশ্ব জুড়ে

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], কাবুল, আফগানিস্তান, ০৬/১১/২০২৫ : মধ্য এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। কেঁপে উঠেছে সমগ্র আফগানিস্তান, পাকিস্তান এবং চীনের ঝিনঝিয়াঙ প্রদেশ।
মধ্যরাত্রে ৩:৪০ নাগাদ আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৪; ভুকম্পনের তীক্ষ্ণতা ছিল অত্যন্ত বেশি। মধ্যরাত্রে ভূমিকম্প হওয়ায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে আফগানিস্তান। এই ভূমিকম্পে উত্তর আফগানিস্তানে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।
ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। ইসলামাবাদ সূত্রে জানা গিয়েছে মধ্যরাত্রে আড়াইটা নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়েছে পাকিস্তানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৩, ভূপৃষ্ঠ থেকে ২৪০ কিলোমিটার গভীরে ঘটেছে ভূমিকম্প। নভেম্বর মাসের ১ তারিখেও পাকিস্তানে ব্যাপক ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৬; তবে আজকের ভূমিকম্পে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে বালুচিস্তান থেকে ।
ভূমিকম্প হয়েছে চীনের ঝিনঝিয়াং প্রদেশেও। এখানে আজ ভোর সাড়ে ৬টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭; গত রবিবার অর্থাৎ অক্টবর মাসের ২৬ তারিখে সমগ্র চিনে ভূমিকম্প হয়েছিল, যার মাত্রা ছিল ৪.৯ ; আজকের ভূমিকম্পে চিনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেই খবর এখনও এসে পৌঁছায় নি।
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি শতকে এখনো পর্যন্ত রিখটার স্কেলে ৬ বা তার বেশি মাত্রা বিশিষ্ট ভূমিকম্পের সংখ্যা গোটা বিশ্বে ৮০০র বেশি বলে জানা যাচ্ছে। অর্থাৎ বর্তমানে গোটা পৃথিবীই ভূমিকম্প প্রবণ হয়ে উঠেছে। এর দোলে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি বাড়ছে।
![]()