লুক আউটের নোটিশ পেয়ে ইডি  দপ্তরে অনিল আম্বানি 

মোট ১৭ হাজার কোটি টাকা ঋণ  প্রতারণার অভিযোগ রয়েছে অনিল আম্বানির বিরুদ্ধে 

অনিল আম্বানি

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৫/০৮/২০২৫ : ইডির তলব পেয়েশিল্পপতি অনিল আম্বানি দিল্লীতে হাজির হলেন ইডির দপ্তরে। অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মোট ১৭,০০০ কোটি টাকার ঋণ  প্রতারণা করেছেন। এই বিশাল অঙ্কের ঋণ  প্রতারক  হিসেবে তদন্ত করতে ইডি তাঁকে গত সপ্তাহে তলব করেছিল। সেই অনুযায়ী আজ অনিল আম্বানি এসেছেন দিল্লীর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে।

৬৬ বছর বয়সী আম্বানি গ্রূপের এই শিল্পপতি আদৌ ঋণ  খেলাপি কি না তা খতিয়ে দেখতেই ইডি  অনিল অম্বানিকে আজ দিল্লীর অফিসে তলব করেছিল, সেই অনুযায়ী একেবারে সঠিক সময়ে দিল্লীতে ইডির ফিসে পৌঁছে যান তিনি।  ইডি  দেখতে চাইছে ১৭ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিল আম্বানির কোনো সক্রিয় ভূমিকা ছিল কি না ! যদি থেকে থাকে তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

তদন্তে নেমে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মোট ৩৫টি বাড়িতে ৫০ টির  বেশি কোম্পানিতে তল্লাশি চালিয়েছে, অন্তত ২৫ জনকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  তারপরেই অনিল আম্বানিকে ডেকে পাঠানো হয়েছিল আর এই প্রথম অনিল আম্বানি ইডির মুখোমুখি হতে চলেছেন। ইডি  ইতিমধ্যেই যে সব তথ্য হাতে পেয়েছে তা এসেছে সেবি, ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক , ন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং  অথরিটি ও ব্যাঙ্ক অফ বারোদা থেকে। আগস্ট মাসের ১ তারিখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনিল আম্বানির বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। এর ফলে অনিল আম্বানির  বিদেশে যাওয়ার ওপরেও নিষেধাজ্ঞা তৈরি হয়ে গিয়েছিল। 


Loading

Leave a Comment