লাগাতার চার টেস্টে টসে হার ভারতের 

চতুর্থ টেস্টে সমতা ফিরলে আকর্ষণীয় হয়ে উঠবে পঞ্চম টেস্ট ম্যাচ। তবে সম্ভবত শেষ টেস্টে বুমরাকে পাবে না ভারত।

আজ খবর (বাংলা), [খেলা] ম্যানচেস্টার, ইউকে, ২৩/০৭/২০২৫ :  ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের মধ্যে আজ চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়েছে। লাগাতার চারটি টেস্ট ম্যাচেই টসে হেরেছেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল. ইংল্যান্ড দল  ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে।

ম্যানচেস্টারে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ।  এই মুহূর্তে ইংল্যান্ড ২-১ ম্যাচে জিতে ভাল অবস্থায় রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ভারত।  দলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন অংশুল কম্বোজ। তিনি বোলার হিসেবে যথেষ্ট সফল, স্লাইডিং বাউন্স করতে পারেন যখন তখন, বল করেন বেশ জোরে। তাছাড়া ব্যাটিংয়েও তাঁর অবদান আছে, ভারত এ দলে  সাফল্যের সাথে খেলে এসেছেন। তাঁর ওপর ভরসা রেখেছেন  গোটা দল, ভারতীয় টাইম এক্সডিপি ও অর্শদীপ দুজনেই চোট পাওয়ার জন্যে কাম্বোজকে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে ম্যানচেস্টারে। দলে অবশ্য বুমরা আছেন। 

ভারতীয় সময় সন্ধ্যা ৬টা  ২৪ নাগাদ, ভারতীয় দলের সংগ্রহ ৯১ রান, কোনো উইকেট যায় নি. ব্যাট করছেন যশস্বী জয়সোয়াল ৪৫ (৮৩) এবং কে এল রাহুল ৪৩ (৯১). 


Loading

Leave a Comment