আদালতের নির্দেশে যেভাবে দিল্লীর রাজপথ থেকে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তা দেখে ক্রুদ্ধ অনেক পশুপ্রেমীই

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ২০/০৮/২০২৫ : জন শুনানি চলার সময় দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়িতে ঢুকে তাঁকে চড় মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ।
এদিন সকালে দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দিল্লীতে নিজের বাড়িতে বসে জন শুনানি করছিলেন। বেশ ভিড় ছিল সেই জন শুনানিতে। এই সময় এক ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে তাঁর ঘরে প্রবেশ করে। তারপর সেই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে চড় মেরেছে বলে অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গেই ঐ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঐ ব্যক্তির নাম রাজেশ খিমজি বলে জানা গিয়েছে। সে গুজরাটের বাসিন্দা। কি কারনে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল, কেন সে মুখ্যমন্ত্রীর ওপর চড়াও হয়েছিল, এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ঐ ব্যক্তির মা ভানুবেন দাবী করেছেন, “আমার ছেলে নির্দোষ। সে শিব ভক্ত। প্রতিমাসে একবার করে উজ্জয়িনী যায়।এইবার তেমনটাই উজ্জয়িনী যাবে বলে প্রায় এক মাস আগে বাড়ি থেকে বেরিয়েছিল। আজ ওর বাবা ওকে ফোন করলে ও জানায় ও দিল্লীতে ফিরেছে, বাড়িতে ফিরবে। এরপর ও ফোন কেটে দেয়। আসলে আমার ছেলে কুকুরদের খুব ভালোবাসে। দিল্লীর রাস্তা থেকে যেভাবে পথ কুকুরদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ভিডিও ও সহ্য করতে পারে নি। ওই ভিডিও দেখার পর থেকে ও কোনো খাবার মুখে তুলতে পারে নি। সেটারই প্রতিবাদ জানাতে গিয়ে আমার ছেলে এই কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আমি দিল্লীর মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ঘটনার জন্যে। আমরা খুবই গরিব, আমার ছেলে রিক্সা চালায়। কুকুরকে ভালোবেসে এমন একটা কাজ ও করে ফেলেছে।”
![]()