জনবিরল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে।

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : পূর্ব কলকাতার ধাপার মাঠের একটি জায়গায় হঠাৎ করেই আগুন লেগে যায়।
কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্বদিকের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। সেই গুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপরিতেও আগুন লেগে যায়। সেই ঝুপরিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর জন্যে স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভাতে সচেষ্ট হয়ে ওঠেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থল সংকীর্ণ রাস্তায় থাকায় কিছুটা দুর থেকেই রিলে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর নেই। জায়গাটি জনবিরল হওয়ায় সেভাবে কোনো সম্পত্তির ক্ষতিও হয় নি।
![]()