রাজভবনে অস্ত্র সম্ভার !
রাজভবনে অস্ত্র সম্ভার !

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ,১৬/১১/২০২৫ : রাজভবনে অস্ত্র সম্ভার ! রাজভবন থেকে অস্ত্র বিতরণ করা হচ্ছে ? তৃণমূল নেতা তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি অন্তত এই ধরনেরই অভিযোগ করেছেন। তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কল্যাণ ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন রাজ্যপাল।
তৃণমূল নেতা এর আগে বিস্তর বিতর্কিত কথাবার্তা বলেছেন, কিন্তু সে সব ছিল বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে। এবার কল্যাণ আক্রমণ করে বসলেন একেবারে রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধেই। কল্যাণ একেবারে নজিরবিহীনভাবে বলেছেন ‘রাজভবন থেকে অস্ত্র বিতরণ করা হচ্ছে’। গত শনিবার তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, “বিজেপি অপরাধীদের রাজভবনে আপ্যায়ন করছে এবং রাজভবন থেকেই রাজ্যে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করার জন্যে অস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজবিরোধীদের হাতে গলা বারুদ তুলে দেওয়া হচ্ছে।”
কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যে বেশ ক্ষুন্ন হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কল্যাণের এই লাগামছাড়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “রাজভবনের দরজা মানুষের জন্যে আমি খুলে দিয়েছি। যে কেউ রাজভবনে এসে মজুত করা অস্ত্রশস্ত্র খুঁজে দেখতে পারেন। রাজভবনকে কালিমালিপ্ত করা হচ্ছে। রাজভবনে কোনো অস্ত্র থাকে না। যে কেউ এসে খুঁজে দেখতে পারেন।”
তৃণমূল সাংসদকে এই ব্যাপারে একটি সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্যপাল। তিনি কল্যাণ ব্যানার্জিকে তাঁর বক্তব্যের জন্যে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন , না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজ্যপাল বলেন, “সাংসদের এই ধরনের মন্তব্য প্রমান করে যে রাজ্যের পুলিশের ওপর তাঁর কোনো ভরসা নেই ।”

![]()