জুহু বীচ  পরিষ্কার করার কাজে হাত লাগালেন  অক্ষয় কুমার 

আমরা পেয়েছি একটাই পৃথিবী, আসুন একে সুন্দর করে সাজিয়ে রাখি 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৭/০৯/২০২৫ :  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অম্রিত ফরণবীশ গণেশ চতুর্থীর পর মুম্বইয়ের  একটি সমুদ্র সৈকত আবর্জনা মুক্ত করার আয়োজন করেছিলেন। সেই কর্মসূচিতে হাসিমুখে যোগদান করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

অম্রিত ফরণবীশ তাঁর সংগঠন ‘দিব্যাজ ফাউন্ডেশন’ এবং বৃহন্মুম্বই পৌরসভা মিলিতভাবে মুম্বাইয়ের জুহু বীচ  পরিষ্কার করতে নেমেছিল। গণেশ চতুর্থীর পর মুম্বইয়ের এই সমুদ্র সৈকত ব্যাপকভাবে নোংরা হয়ে যায়।  সেই আবর্জনা পরিষ্কার করার কাজ করতে থাকে এই দুই সংস্থা। এই কাজেই হাত লাগাতে দেখা যায় অক্ষয় কুমারকে।  সমুদ্র সৈকত থেকে অক্ষয়কে প্রচুর পরিমাণে ফুল ও পচা মালা তুলতে দেখা যায়। সেই সঙ্গে তাঁকে  অসংখ্য বোতল, কাগজের টুকরো, নোংরা কাপড় ও অন্যান্য আবর্জনা কুড়োতে দেখা যায়।  আবর্জনা কুড়োতে কুড়োতে তিনি কার্যত ক্লান্ত হয়ে পড়েন। 

মুম্বই  পুরসভার কমিশনার ভূষণ গাগড়ানিও এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কন্যা ডিভিজ ফরণবীশও এই সাফাই অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি অবশ্য  এবার থেকে ইকো  ফ্রেন্ডলি গণেশ বিগ্রহের বিষয়ে সওয়াল করেছেন। অমৃতা ফরণবীশ বলেন, “আমরা একটাই পৃথিবী পেয়েছি, আসুন সবাই মিলে  এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। এই ব্যাপারে আগামী প্রজন্মকে বিশেষ উদ্যোগ নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে  হবে।”


Loading

1 thought on “জুহু বীচ  পরিষ্কার করার কাজে হাত লাগালেন  অক্ষয় কুমার ”

Leave a Comment