জুবিনের আকস্মিক মৃত্যুতে ৩ দিন সরকারি শোক পালন আসামে 

ভূপেন হাজারিকার পর জুবিনকে মনে রাখবে আপামর আসামবাসী 

আজ খবর (বাংলা), [বিনোদন ], গুয়াহাটি, আসা,, ২০/০৯/২০২৫ :  আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের অকাল প্রয়াণে তিনদিনের জন্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 

সিঙ্গাপুর থেকে জুবিনের আকস্মিক মৃত্যুর খবর শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে আসামের সাধারণ মানুষ তথা দেশের মানুষের মনে।  অসমীয়া গায়ক জুবিন গর্গের গান, গায়কী, স্টাইল সব  কিছুই পছন্দ করতেন দেশের অসংখ্য মানুষ। অসম্ভব জনপ্রিয়তা ছিল তাঁর। আসামের মানুষের কাছে তাঁর একটা বিশেষ জায়গা ছিল. তাঁর গান শুনতে রাত জাগতেও পছন্দ করতেন সাধারণমানুষ।  

জুবিন সংগীত পরিচালনাও  করেছেন, অভনয়ও  করেছেন।  সিঙ্গাপুরে তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে একটি নির্জন দ্বীপে সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান এই শিল্পী। এখনো তাঁর নশ্বর দেহ সিঙ্গাপুরেই রয়েছে। তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত সরকার। আশা  করা যাচ্ছি আগামী কাল তাঁর দেহ গুয়াহাটিতে এসে পৌঁছাতে পারে। 

জুবিনের অকাল প্রয়াণে শোকাহত আসামের মানুষ। আসম সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের শোক পালন করছে সরকারিভাবে। এই তিনদিন আসামে কোনো রকম আনন্দ ও উচ্ছাসের অনুষ্ঠান করা হবে না. অবশ্য সরকার সেবা সপ্তাহের অনুষ্ঠান চালানো হবে বলে জানানো হয়েছে। 


Loading

Leave a Comment