জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ 

কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলা থেকেও 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৪/০৯/২০২৫ :  বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তরবঙ্গ। তবে শুধু উত্তরবঙ্গই নয়, এই ভূকম্পে কেঁপে উঠেছে সমগ্র উত্তর পূর্ব ভারত সহ প্রতিবেশী দেশগুলিও । 

আজ বিকেল ৪:৪১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে।  এই ভূমিকম্পের  জেরে গোটা জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার , কোচবিহার, দার্জিলিং, সিকিম, দিনাজপুর ও মালদহ জেলাগুলি কেঁপে ওঠে। দক্ষিণ বঙ্গের কিছু কিছু জায়গা থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে।  

জানা যাচ্ছে, আসামের ঢেকিয়াঝুলিতে এই ভূকম্পনের উত্স্যকেন্দ্র। জায়গাটি আসাম ও ভুটান সীমান্তের খুব কাছেই। আজকের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৯;  যথেষ্ট জোরালো ভূমিকম্প বলে ধরে নিতে হবে।  শুধু উত্তর পূর্ব ভারতই নয়, ভূ কম্পন অনুভূত হয়েছে নেপাল, ভুটান এবং চীন দেশেও। আজকের ভূকম্পনের জেরে পাহাড় বা সমতলে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা অবশ্য এখনও  জানা যায় নি।  

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতের আশেপাশের দেশগুলিতে প্রায়ই ভূকম্পন অনুভূত হচ্ছে। বিগত দিনে মায়ানমার,  আফগানিস্তান, পাকিস্তান এবং তিব্বতে প্রায়ই ভূমিকম্প হয়েছে।  বঙ্গোপসাগরেও নিয়মিত কম্পন অনুভূত হচ্ছে। 


Loading

Leave a Comment