মৃত্যুর আগে আঘাত সহ্য করতে হয়েছিল এই তরুণকে

আজ খবর (বাংলা), [রাজ্য], সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, ১৩/০৯/২০২৫ : জাতীয় সড়কের পাশে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এই হাতনায়।
শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, মৃত যুবকের নাম মেরাজ মোমিন (২৬), বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাযায় স্থানীয় সুত্রে। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক পাঁচ রকম কাজ করলেও আজ সকালে পাট ছড়ানোর কাজে গিয়েছিল বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন।