জঙ্গীদের হামলায় দুই জওয়ানের মৃত্যু, আহত ৫ 

ভারতীয় বাহিনীর ওপর গুলীচালানোর খেসারত দিতে হবে জঙ্গীদের 

আজ খবর (বাংলা), [দেশ], ইমফল,মনিপুর, ১৯/০৯/২০২৫ :  মনিপুরের বিষ্ণুপুর জেলার নাম্বাল সবল লেইকাই  এলাকায়  অতর্কিতে আক্রমণ করে আসাম রাইফেলসের দুই  জওয়ানকে হত্যা করল  জঙ্গীরা। ঐ  ঘটনায় আরও পাঁচ জওয়ান আহত হয়েছেন। 

আজ সন্ধ্যে ছ’টা  নাগাদ আসাম রাইফেলসের জওয়ানরা যখন প্যাটসই কোম্পানি অপারেশন বেস  থেকে নাম্বেল কোম্পানি অপারেশন বেসের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনি অতর্কিতে হামলা চালায় জঙ্গীরা। তারা নির্বিচারে গুলি চালাতে শুরু করে. এই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে, এদের মধ্যে একজন জুনিয়ার কমিশন্ড অফিসার ছিলেন বলে জানা গিয়েছে।

ঘটনাস্থল থেকেই আহত জওয়ানদের উদ্ধার করে RIMS  হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহত জওয়ানদের অবস্থা যথেষ্ট স্থিতিশীল আছে. ওই জওয়ানরা এমনভাবে গুলির সম্মুখীন হয়েছিলেন যাতে স্থানীয় সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়. এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই আক্রমণের ডে স্বীকার করে নি. তবে আততায়ীদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। 


Loading

Leave a Comment