সম্ভবত পুজোর পরেই জেলমুক্ত হতে পারেন পার্থ চ্যাটার্জি

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা ,পশ্চিমবঙ্গ, ২৬/০৯/২০২৫ : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। যদিও পুজোর আগে তাঁর জেল থেকে বের হওয়া নিয়ে ধন্ধ কাটেনি এখনও।
এর আগে তাঁর বিরুদ্ধে মামলা গড়িয়েছিল নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দীর্ঘ প্রায় তিন বছর ধরে জেলে আটকে আছেন পার্থ চ্যাটার্জি। বিধায়ক পদে বহাল থাকলেও তাঁর মন্ত্রীত্ব চলে গিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদ সামলাচ্ছেন ব্রাত্য বসু। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করেছেন। তবে এখনই জেলমুক্ত হতে পারছেন না তিনি।
তাঁর অবৈধ নিয়োগ মামলায় সাক্ষ্যগ্রহন চলছে। মোট সাতজনের মধ্যে দুই জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, এখনও পাঁচজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। তাদের সাক্ষ্যগ্রহণ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষন পার্থ চ্যাটার্জির জেল মুক্তি হবে না। সুতরাং বাকি পাঁচ জনের সাক্ষ্যগ্রহন হয়ে যাওয়ার দিকেই তাকিয়ে বসে থাকা ছাড়া আর কোনো পার্থ চ্যাটার্জির সামনে। আর সেই সাক্ষ্যগ্রহন পুজোর আগেই যে হয়ে যাবে এমন নিশ্চয়তাও নেই.।
আদালত আজ বেশ কিছু শর্ত আরোপ করেছে পার্থ চ্যাটার্জির জামিনের ক্ষেত্রে। সেই শর্তগুলি হল — পার্থ চ্যাটার্জির পাসপোর্ট জমা রাখতে হবে। নির্দিষ্ট জুডিসিয়াল এর বাইরে তিনি যেতে পারবেন না। তাঁকে কোনো সরকারি পদে নিয়োগ করা যাবে না। পুলিশকে না জানিয়ে তিনি তাঁর এলাকা থেকেও বের হতে পারবেন না। তিনি তাঁর মোবাইল নম্বর বদলাতে পারবেন না। তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন না।নিজের বিধানসভা এলাকাতেও তিনি যেতে পারবেন না, যদি না একজন বিধায়ক হিসেবে তাঁকে যেতে হয়। সিবিআই ও ইডিকে তদন্তে সহযোগিতা করতে হবে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()