জলপাইগুড়িতে বিএসএফ-এর উদ্যোগে মেগা রক্তদান শিবির 

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল 

আজ খবর (বাংলা), [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ২৭/০৯/২০২৫ : জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে বিএসএফ জলপাইগুড়িতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছিল।

২৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, এসএইচকিউ বিএসএফ জলপাইগুড়ি এবং এর আন্ডার-কমান্ড ইউনিটগুলি (৩০ ব্যাটালিয়ন, ৯৮ ব্যাটালিয়ন, ১৫১ ব্যাটালিয়ন এবং ১৭৪ ব্যাটালিয়ন বিএসএফ) লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি সেবার সহযোগিতায় একটি মেগা রক্তদান শিবির সফলভাবে আয়োজন করে, যা মহারাজা অগ্রসেন লায়ন্স ম্যাগনাম ব্লাড সেন্টারের সহায়তায় পরিচালিত হয়েছিল। ১ অক্টোবর, ২০২৫ তারিখে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।

জীবন ও কল্যাণের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে এসএইচকিউ বিএসএফ জলপাইগুড়ি প্রাঙ্গণে রুদ্রাক্ষ চারা রোপণের মাধ্যমে শিবিরটি শুরু হয়। শ্রী পি.কে. পঙ্কজ, ডিআইজি, এসএইচকিউ জলপাইগুড়ি, উদ্বোধনী ভাষণ দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন:

শ্রী পি.কে. পঙ্কজ, ডিআইজি, এসএইচকিউ জলপাইগুড়ি,

কমান্ড্যান্ট শ্রী. বিনোদ রেধু (১৭৪ ব্যাটালিয়ন বিএসএফ)

ডঃ উৎপল দাস (কমান্ডেট/সিএমও (এসজি) এসএইচকিউ বিএসএফ জলপাইগুড়ি)

শ্রী রাজ নারায়ণ মিশ্র, কমান্ডেন্ট ৩০ ব্যাটালিয়ন বিএসএফ

শ্রী সুনীল কুমার, কমান্ডেন্ট ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ

শ্রী সঞ্জয় কুমার গুপ্ত, ২আইসি/অফিস কমান্ডেন্ট ১৫১ ব্যাটালিয়ন বিএসএফ

এসএইচকিউ জলপাইগুড়ি এবং এর আন্ডার-কমান্ড ইউনিটের মোট ৭১ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেছেন, যার নেতৃত্বে ছিলেন শ্রী পি.কে. পঙ্কজ, ডিআইজি এসএইচকিউ বিএসএফ জলপাইগুড়ি এবং শ্রী বিনোদ রেধু, কমান্ডেন্ট ১৭৪ ব্যাটালিয়ন বিএসএফ। বিএসএফ কর্মীরা সমাজকল্যাণের প্রতি মহান প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন, কমিউনিটি ব্লাড ব্যাংকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং মানবিক কাজে বিএসএফের ভূমিকা তুলে ধরেছেন।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment