জয়পুরে আইসিসিইউতে পুড়ে মৃত্যু ৬ রোগীর 

পালিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না ঐ  ৬ রোগীর 

আজ খবর (বাংলা),  [দেশ], জয়পুর, রাজস্থান,০৬/১০/২০২৫ :  রাজস্থানের জয়পুরে একটি বেসররকারী হাসপাতালে আইসিসিইউতে পুড়ে মারা গেলেন ৬ হতভাগ্য রোগী। 

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জয়পুরের সোয়াই ম্যান সিং হাসপাতালের আইসিসিইউতে। গতকাল মাঝরাতে হঠাৎ করেই হাসপাতালের এই অংশে আগুন লেগে গিয়েছিল।  শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আগুন লাগতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।  ঐ  সময় আইসিসিইউতে কয়েকজন  জন রোগী ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন বিছানায় শুয়েই দগ্ধ হয়ে মারা যান।  আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। 

গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ। কিভাবে হঠাৎ আগুন লাগলো, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে  যে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল।  আগুন লাগার পিছনে কোনো অন্তর্ঘাত ছিল কিনা অথবা কারোর কোনোরকম গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা  হবে।  রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ছয় জনের একটি কমিটি গড়ে দিয়েছেন, যাঁরা খতিয়ে দেখছেন কিভাবে ঐ  হাসপাতালে আগুন লাগলো।  পুরো বিষয়টি তিনি তদারকি করছেন। আহতদের রাজ্য সরকার নিখরচায় চিকিৎসা পরিষেবা  দেবে বলে জানিয়েছে। এই অগ্নিকান্ডেমৃত্যুর ঘটনায় শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। 


Loading

Leave a Comment