দুর্দান্ত ক্রিকেট না হলেও ভারতের জয় স্বস্তি এনে দিয়েছে, জিতেছে ক্রিকেট

আজ খবর (বাংলা), [খেলা], লন্ডন,ইংল্যান্ড, ০৪/০৮/২০২৫ : শেষ টেস্ট ম্যাচের শেষ দিনে অবিশ্বাস্য ও নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট বাহিনী। পাঁচ টেস্ট ম্যাচের ফল দাঁড়ালো ২-২, অর্থাৎ সিরিজ ড্র করে ফেলল ভারত।
ওভালে যেভাবে পঞ্চম টেস্ট এগোচ্ছিল, তাতে কেউই বলতে পারতো না ভারত এই শেষ টেস্ট ম্যাচে বাজিমাত করবে। অথচ ওভালে ম্যাচের শেষে শেষ হাসিটা হাসলো ভারতই। কোচ গৌতম গম্ভীর তো বলেই ফেললেন, “ভারত কখনোই আত্মসমর্পন করতে পারে না”। মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চ মুখ প্রাক্তন ক্রিকেটাররাও।
পঞ্চম টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারত তুলেছিল ২২৪ রান। ইংল্যান্ড তুলেছিল ২৪৭ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত মোট ৩৯৬ রান তুলেছিল, সেখানে ইংল্যান্ড ৩৬৭ রানে ধরাশায়ী হয়ে পড়ল ভারতীয় বোলারদের সামনে, বরং বলা ভালো মহম্মদ সিরাজের সামনে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের জোড়া সেঞ্চুরি আর ভারতীয় শিবিরের একের পর এক মিসফিল্ড হতাশ করে তুলছিল ভারতীয় দর্শকদের। এই সময়েই জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ।
সিরাজের বল অসাধারণ টার্ন করছিল, তার দুর্দান্ত কিছু স্যুইং বল ইংল্যান্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে কাঁপন ধরিয়ে দেয় প্রতিপক্ষের মনে। খেলা গড়ায় উত্তেজনার চরম মুহূর্ত পর্যন্ত। কিন্তু ইংরেজ খেলোয়াড়রা যতই ভালো খেলুক না কেন, চোয়াল শক্ত রেখে একের পর এক উইকেট নিয়ে গেল মহম্মদ সিরাজ। ঠান্ডা মাথায় বধ করে দিল ইংরেজ বাহিনীকে। শেষমেশ ৬ রানে এই টেস্ট ম্যাচটা জিতে নিল ভারত। সিরিজে সমতা ফিরলো। স্কোর হল ২-২।
কে যেন সমাজমাধ্যমে পোস্ট দিয়ে লিখেছে ‘ইংরাজের পরাজয় সিরাজের বিক্রমে’।
![]()