রাত বাড়তেই বেড়েছে আন্দোলন অবস্থানের তীব্রতা

আজ খবর (বাংলা), [রাজনীতি], চলাচল, মালদহ, ০৬/০৮/২০২৫ : রাজনৈতিক আন্দোলন রং বদলে হয়ে গেলো অপমানের প্রতিবাদ আন্দোলনে। মালদহের চঞ্চল ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে চাঁচল থানায় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সাড়ে চারঘন্টা অতিক্রম হলেও অবস্থান উঠেনি। রাত যত বাড়ছে আন্দোলনের আচ ততটাই বাড়ছে। মাইক ভাড়া করে পুলিশের বিরুদ্ধে চলছে শ্লোগান। তির ধনুক উচিয়ে অবস্থান চলছেই। উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুর,রতুয়া,মালতীপুর ও হবিবপুর সহ বিভিন্ন ব্লক থেকে বিজেপি সমর্থকেরা কর্মসূচিতে যোগ দিতে আসছে বলে বিজেপি সূত্রের খবর।
সাংসদের ঘোষণা, “আইসি না এলে রাতভর আন্দোলন চলবে।আইসিকে আসতেই হবে। আমার ফোন তিনি কেটে দেন ! এই অপমানের আন্দোলন চলবে। নিরীহ মানুষদের অন্যায় ভাবে জেলে ভরা হয়েছে। তাই এই আন্দোলন চলবে।” এরপর রাত পৌনে ন’টা নাগাদ আন্দোলন চলাকালীন থানার আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।