হংকংকে হারিয়ে শেষ চারে  শ্রীলংকা 

ভারত ছাড়াও শেষ চারে  শ্রীলংকা

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১৬/০৯/২০২৫ : একটা হাফ সেঞ্চুরি আর ধারালো বোলিংয়ে ভর করে  প্রতিপক্ষ হংকংকে চার উইকেটে হারিয়ে শেষ চারে  জায়গা করে নিল  শ্রীলংকা।

গতকাল টসে জিতে হংকংকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলংকা।  ব্যাট করতে নেমে ২০ ওভারে হংকং ১৪৯ রান তোলে। তাদের এন খান হাফ সেঞ্চুরি পেয়ে যান, তিনি ৩৮ বলে ৫২ রান তোলেন,  এ রথ ৪৮ রান করেন ৪৬ বল খেলে, আলী ১৭ বল খেলে ২৩ রান তোলেন। 

শ্রীলংকার বোলাররা বেশ ভাল বল করে ক্রমাগত চাপের মধ্যে রেখেছিলেন হংকংকে।  শ্রীলংকার চামিরা ৪ ওভার বল করে ২৯ রান দিয়েছেন এবং ২টি উইকেট পেয়েছেন। হাসারাঙ্গা তাঁর ৪ ওভারের স্পেলে  ২৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন, অধিনায়োক আসালংকা ৩ ওভার বল করে ২২ রান দিয়ে কোনো উইকেট পান নি, সনকা ১ ওভারে ৫ রান দিয়ে ১টি উইকেট পেয়ে যান। 

শ্রীলংকার ব্যাটারদের মধ্যে নিশাঙ্কা ৪৪ বলে ৬৮ রান তোলেন, এছাড়া মিসারা ১৯ রান, পেরেরা ২০ রান এবং মেন্ডিজ ১১ রান তোলেন।  সাত বল বাকি থাকতেই শ্রীলংকা মোট ১৫৩ রান তুলে ফেলে। প্রতিপক্ষ হংকংকে তারা ৪ উইকেটে হারিয়ে দেয় এবং শেষ চারে  উঠে আসে তারা। 


Loading

Leave a Comment