‘হো’ ভাষাকে অষ্টম তফশিলে  যুক্ত করার দাবী উঠল 

গোটা দেশ থেকে ওঠা দাবী জানানো হল রাষ্ট্রপতিকে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/১১/২০২৫ : অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটি র ডাকে   ৩১শে অক্টোবর ২০২৫ শুক্রবার “হো” ভাষাকে অষ্টম তফশীল  অন্তর্ভুক্ত   করনের দাবিতে নিউ দিল্লীর যন্তর মন্তর এ ধর্ণা প্রদর্শন করল ভারতের বিভিন্ন রাজ্যের আদিবাসী হো সমাজের মানুষজন। 

উড়িষ্যা,ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ,আসাম,ছত্তিশগড় বিহার থেকে বিভিন্ন হো সমাজের সামাজিক সংগঠনের নেতৃত্ব্ব্ববর্গ যোগদান করেছিলেন । হো ভাষাকে অষ্টম তফশীলে অন্তর্ভুক্ত করার দাবিতে সোচ্চার হোন আদিবাসী হো সমাজের নেতৃত্ববর্গ। ধর্ণা শেষে  রাষ্ট্রপতি ভবনে গিয়ে   মাননীয়া  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দাবিপত্র তুলে দেন অল ইন্ডিয়া হো ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির সদস্যগন।পশ্চিমবঙ্গ থেকে  প্রতিনিধিত্ব করতে গিয়েছেন. 

অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের রাজ্য কমিটির সম্পাদক মাননীয় জগন্নাথ কেরাই,  অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির সদস্য ও দাসপুর ব্লক মানকি মুডা কমিটির সম্পাদক মাননীয়  রাজু বাঁডরা ,সহ সভাপতি মাননীয় রাম পূর্তি, মানকি মুডা কমিটির সদস্য আধিকারী গাগরাই, অবিভক্ত মেদিনীপুর জেলা কমিটির জেলা ডাকুয়া মাননীয় অনিল হেমরম ও দাসপুর থেকে যোগেশ্বর শয়, নমিতা শয়,কার্তিক পূর্তি  প্রমুখ।অল ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ অ্যাকশন কমিটির  জাতীয় সভাপতি  মাননীয় রামরাই মুন্ডিয়া, সম্পাদক গোমেয়া এমঙ্গ, গিরিশ চন্দ্র হেমরম,গব্বর সিং, সোনা সেলেম, শান্তি সিন্ধু, ক্ষীরোদ হেমরম, চন্দ্র মোহন হাইবুরু সহ আরো নেতৃত্ব। 


Loading

Leave a Comment