৮৩ বছরে অমিতাভ

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ১১/১০/২০২৫ : আজ বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন। ৮৩ বছর বয়স হল বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের। এই বয়সেও অভিনয় জগতে সম্পূর্ণ সক্রিয় তিনি। আগামী দিনগুলিতেও তিনি সক্রিয় থাকুন।
অমিতাভ প্রথম জীবনে কলকাতায় একটি বেসরকারি সংস্থায় সেলসের কাজ করতেন, সেই অমিতাভ মুম্বই গিয়ে বছরের পর বছর শাসন করে গেলেন হিন্দি সিনেমা জগৎকে। সুদীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে বলিউডকে সমৃদ্ধ করে গিয়েছেন অমিতাভ বচ্চন। বলিউডে তিনিই প্রথম এংরি ইয়ং ম্যান ইমেজ নিয়ে এসেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন ভারতীয় বিনোদন জগতের বেতাজ বাদশা। দশকের পর দশক কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে।
অমিতাভ অভিনীত প্রথম ছবিটি ছিল ‘সাত হিন্দুস্তানী’। এরপর অসংখ্য ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করে গিয়েছেন তিনি। আজ তিনি ৮৩ বছর বয়সেও সমান তালে অভিনয় করে চলেছেন। তাঁর পুরো পরিবার অর্থাৎ তাঁর স্ত্রী জয়া বচ্চন, পুত্র অভিষেক ও পিপুত্রবধূ ঐশ্বর্য্য সকলেই বিনোদন জগৎকে সমৃদ্ধ করে চলেছেন। অমিতাভ বলিউডের স্বর্থে গানও গেয়েছেন অনেকগুলি, সেইসব গান হিট করেওছে বাজারে।
অসংখ্য অনুরাগীর মনে আইডল হিসেবে জনপ্রিয়তার শীর্ষে বিরাজ করেন অমিতাভ বচ্চন। তিনি শতায়ু হোন, সুস্থ থাকুন, জন্মদিনের শুভেচ্ছা রইল ‘আজ খবর এর তরফ থেকে।
![]()